সুনামগঞ্জে  কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করল বিজিবি

সুনামগঞ্জে  কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করল বিজিবি

সুনামগঞ্জে অবৈধ বালু-পাথর বোঝাই দুটি ট্রাক ও বালু বোঝাই তিনটি স্টিল বডি (ইঞ্জিন চালিত ট্রলার) জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে বিজিবির ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল ট্রাক ও নৌকাগুলো জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তের জাদুকাটা নদী হতে অবৈধভাবে বালু পাথর উত্তোলন করে নৌকা ও ট্রাক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল চোরা কারবারিরা। খবর পেয়ে তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল রাজারগাও এলাকা থেকে ট্রাক ও নৌকাগুলো জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ও নৌকার চালক পালিয়ে যায়। ২৫০ ঘনফুট পাথর, ২০০ ঘনফুট বালুসহ জব্দকৃত দুইটি ট্রাক, তিনটি স্টিল বডি নৌকার মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল তছলিম এহসান বলেন,‘ তাহিরপুর সীমান্তের জাদুকাটা নদী হতে অবৈধভাবে বালুপাথর উত্তোলন করে নিয়ে যাবার পথে লাউরগড় বিওপির বিজিবি টহল দল সড়ক ও নৌপথে অভিযান চালিয়ে রাজারগাঁও এলাকায় পাথর বোঝাই দুটি ট্রাক ও বালু বোঝাই তিনটি স্টিলের নৌকা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য এক কোটি টাকার উপরে হবে।